মোমিনপুর প্রতিনিধি: বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আলমডাঙ্গার বলেশ্বরপুর নিকটবর্তী হড়োকান্দি, বুড়োপাড়া, মোকামতলা গ্রামের একাধিক দোকানের তালা ভেঙে চুরি, বসতবাড়িতে চুরি, গরু চুরির মূল হোতা বলেশ্বরপুর গ্রামের বহুল সমালোচিত সোহেল এবার চুরির ঘটনা ঘটিয়ে পার পেলো না। গতকাল বৃহস্পতিবার ভোরে চুরি করা গরুসহ সুবদিয়া গ্রমের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের মোকামতলা গ্রামের মৃত আবু তালেব মণ্ডলের ছেলে ওহিদ হোসেনের গোয়ালঘর থেকে গত পরশু বুধবার রাতে একটি বকন গরু চুরি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিকটবর্তী বলেশ্বরপুর গ্রামের ওহিদ মণ্ডলের ছেলে সোহেল (২৩) চোরাইকৃত গরু নিয়ে চুয়াডাঙ্গার সুবদিয়াগ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় গ্রামের বেশ কিছু লোকজন গরুসহ সোহেলকে আটক করে। সোহেলের কথা বার্তায় বিভ্রান্তিকর হওয়ায় সবার সন্দেহ হয়। এক পর্যায় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেকেন্দার জনগণের মাঝ থেকে গরুসহ সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। খবর পেয়ে গরুর মালিক মোকামতলা গ্রামের ওহিদ হোসেন ছুটে এলে তার বকন গরু শনাক্ত করেন। এ ব্যাপারে গরু মালিক ওহিদ হোসেন আলমডাঙ্গা থানায় সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।