মেহেরপুর অফিস: মেহেরপুরে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের জেলা ম্যানেজার ফারুক হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১০টায় একই স্থানে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়। সভা শেষে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মেলার ১২টি স্টল ঘুরে দেখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। এর আগে বৃত্তিপ্রাপ্ত মোট ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।