মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্ট হারলেম এলাকায় গতকাল বুধবার বিস্ফোরণের পর একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে তাত্ক্ষণিকভাবে খবর পাওয়া গেছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা কাজে নিয়োজিত কর্মীরা এ কথা জানান। পার্ক অ্যাভিনিউর ১১৬ নম্বর সড়কে পাঁচতলা একটি ভবনে এ ঘটনা ঘটে। বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমকে ইস্ট হারলেমের বাসিন্দারা জানান, ভবনটি ধসে পড়ার আগে তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।