খবর: (মুজিবনগরের ছয় যুবককে পুলিশের লাঠিপেটা : মাফ চাইলেন ওসি আসলাম খান)
পুলিশ শুধু পেটায়
হাতের খায়েশ মেটায়
পয়সা পেলেই ছাড়েন-ধরেন
আসল ব্যাপার এটাই।
পুলিশ কারো চটায়
আবার কারো পটায়
মাঝেমধ্যি গুলি ছুড়ে
ক্রসফায়ার ঘটায়।
পুলিশ মেলা খাটায়
নথি কাগজ ঘাটায়
ভালো মানুষ ধরেও নাকি
থানা-কোর্টে হাঁটায়।
-আহাদ আলী মোল্লা