জীবননগর ব্যুরো: গতকাল বুধবার রাতে জীবননগর থানা পুলিশ উপজেলার সুটিয়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টি পলাতক আসামি সোহাকে (২৬) গ্রেফতার করেছে। থানা ইনচার্জ শিকদার মশিউর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুটিয়া থেকে তাকে গ্রেফতার করেন।
থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলা সুটিয়া গ্রামের কেরামত আলীর ছেলে সোহাগ একাধিক মামলার আসামি। আদালত থেকে তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়। ওসি শিকদার মশিউর রহমান গতকাল রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে সুটিয়া হতে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।