জীবননগর ব্যুরো: জীবননগর শহরে প্রকাশ্য দিবালোকে অপহরকচক্রের কবলে পড়ে এক গৃহবধূ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূর একটি হাত ভেঙে গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার কাজী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। অপহৃত গৃহবধূ মারাত্মক আহত অবস্থায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূ অপহরণ নাকি সাজানো নাটক তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলা মার্কেটের নিজামুল ইসলাম বুদোর স্ত্রী নিলা খাতুন (৩১) গতকাল সকালে তার শিশু সন্তানকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে কাজী মসজিদের পাশের রাস্তায় এসে পৌঁছুলে অজ্ঞাত ৩ যুবক তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা হাসাদাহ-মহেশপুর সড়কের বেগমপুর রাস্তায় তাকে নামিয়ে বেধড়ক পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।
এদিকে প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকা থেকে অপহরণের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসলে অপহরণন নাকি অন্য কিছু তা নিয়ে এলাকাবাসীর মনে নানা রহস্য ঘুরপাক খাচ্ছে।