স্টাফ রিপোর্টার: আলমসাধু দুর্ঘটনায় ৭ বছরের শম্পা ও তার পিতা ইসমাইল গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদার বিষ্ণুপুরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত শম্পাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার পিতা ইসমাইলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া পীরপুর নতুনপাড়ার মৃত মুরাদ আলীর ছেলে ইসমাইল তার শিশুকন্যাকে সাথে নিয়ে জয়রামপুর থেকে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। আলমসাধুতে ছিলো পানবরজের শলি। দামুড়হুদার বিষ্ণুপুরের মধ্যদিয়ে পীরপুরের উদ্দেশে যাওয়ার পথে আলমসাধুচালক নিয়ন্ত্রণ হারায়। বাবলাগাছের সাথে ধাক্কা লাগে। আছড়ে পড়ে পিতা ও কন্যা আহত হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সাথে লড়ছিলো শিশু শম্পা।