স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে শহিদুল কাওনাইন টিলুকে জেলা বিএনপি সমর্থীত একক প্রার্থী হিসেবে পুনরায় বিবৃতি দিয়েছে জেলা বিএনপি। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি প্রার্থী নিয়ে যারা বিভ্রান্তি ছড়াছে তাদেরকে প্রতিহত করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. আসম আব্দুর রউফ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মজিবুল হক মালিক মজু, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে সাইদুর রহমান ধন্দু, দামুড়হুদা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লিয়াকত আলী শাহ্ ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শহিদুল কাওনাইন টিলুকে দলীয় সমর্থীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট থানা ও পৌর কমিটি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রকে অবহিত করা হয়। অথচ স্থানীয় কিছু ব্যক্তি বিএনপি সেজে বিএনপি প্রার্থী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ চক্রান্ত থেকে মুক্ত হয়ে বিএনপি সমর্থীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে জেলা বিএনপি সংশ্লিষ্ট সকলকে কাজ করার পুনরাই অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাজি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।