দলীয় প্রার্থী লিয়াকত আলী শাহকে বিজয়ী করার আহ্বান
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, বিএনপির অন্য কোনো প্রার্থী নেই তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেয়। দেশ এখন চরম অস্থিতিশীল বিরাজ করছে। স্বৈরাচারি এ সরকার নেতাকর্মীদের চরম নির্যাতন মামলা হামলা বিচার বহির্ভুত হত্যাকাণ্ড গুম করছে। দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপি সর্মথিত প্রার্থী রিয়াকত আলী শাহকে বিজয়ী করতে হবে। গতকাল বেলা ১২টায় সোনালী ব্যাংকের সামনে দলের অস্থায়ী কার্যলয়ে মতবিনিময়সভায় এসব কথা বলেন। এরপর কার্পাসডাঙ্গায় পথসভায় তিনি বক্তব্য রাখেন। এরপর কুড়ুলগাছি বাজারে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ, জেলা বিএনপির সহসভাপতি এম জেনারেল ইসলাম, সাবেক এমপি হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, জেলা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল করিম মুকুল, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা তালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, চুয়াডাঙ্গা সদর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু প্রমুখ।