খবর: (দামুড়হদার কার্পাসডাঙ্গায় কসাইয়ে কাণ্ড : মরা মহিষের মাংশ বিক্রি)
খাচ্ছি মরা গরু মোষ
তাতে এমন কিসের দোষ
কসাই বাবু দিচ্ছে ফোঁস
মাংশ নিলে পাবেন জোঁস।
গোপন খবর ফাঁস
দিচ্ছে ওরা একোর বাঁশ
ঠকাচ্ছে সারা বছর মাস
হায়রে একী সব্ব নাশ।
মরা ধরা চলছে বেশ
দুঃখ-জ্বালার নেইতো লেশ
জালিম কসাই হয় না শেষ
আহা মজার বাংলাদেশ।
-আহাত আলী মোল্লা