ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২০ জওয়ান নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ২০ জওয়ান নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ছত্তিসগড়ের সুকমা জেলার তোঙপাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হতদের মধ্যে ১৫ জন সিআরপিএফ জওয়ান ও বাকি পাঁচজন ছত্তিসগড় পুলিশের সদস্য। এ হামলায় কয়েকজন মাওবাদী সদস্যও নিহত হয়েছে বলে মনে করছে পুলিশ। ছত্তিশগড় পুলিশের এডিজি আর কে ভিজ জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার ছত্তিসগড়ের সুকমা জেলার ঝিরম ঘাটি ও তোঙপালের মাঝামাঝি এলাকায় যৌথবাহিনীর জওয়ানদের ওপর হামলা চালায় ২০০ জনেরো বেশি সশস্ত্র মাওবাদী গেরিলারা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের কমপক্ষে ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এরইমধ্যে যৌথবাহিনীর একটি ট্রুপ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান তিনি।

এদিকে মাও হানায় ২০ জওয়ান নিহত হওয়ার ঘটনায় এখনই কোনো মন্তব্য করতে চাননি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে। অন্যদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর বিরোধীদলের চরম সমালোচনার মুখে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. রমন সিং।