মাথাভাঙ্গা মনিটর: আকাশে উড়ন্ত অবস্থায় আস্ত একটি উড়োজাহাজ কি লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকতে পারে? রাডার বা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে? তথ্য-উপাত্ত বলছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে উড়োজাহাজকে পুরোপুরি গায়েব করে দেয়া যায়। আর হারিয়ে যাওয়া মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে এ প্রযুক্তি নিয়ে সরাসরি কাজ করছেন এমন ২০ জন যাত্রী ছিলেন। তারা কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিলেন। নিখোঁজ উড়োজাহাজের যাত্রীদের তালিকা প্রকাশের পর দেখা যায় ‘ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর’ নামক উচ্চতর প্রযুক্তি বিষয়ক একটি কোম্পানির ২০ জন কর্মকর্তা ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন। অস্টিন (টেক্সাস) ভিত্তিক ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর কোম্পানিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের কোম্পানির ২০ জন কর্মকর্তা নিখোঁজ বিমানের যাত্রী ছিলেন।