বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ সুযোগ পেলেই বিএনপি প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। গত ৫ জানুয়ারি প্রার্থী ও ভোটারবিহীন অবৈধ ভোটে গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা বিএনপির প্রার্থী ও ভোটারদের ভয় পায়, তাই তারা বিএনপির সাথে নিরপেক্ষ ভোটযুদ্ধে অবতীর্ণ হতে ভয় পায়। চলমান উপজেলা নিবার্চন সমূহে ভোট ডাকাতির মহোৎসব করার পরও বিএনপির বিপুল বিজয়ে অবৈধ ক্ষমতাসীনরা দিশেহারা হয়ে পড়েছে। জনগণ আগামীতে এসব ভোট ডাকাতদের প্রতিহত করবে।
গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থিতা বিষয়ে জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় সভাপতি হিসেবে দুদু উপরোক্ত কথাগুলো বলেন। যৌথসভায় বক্তব্য রাখেন এম জেনারেল ইসলাম, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সরদার আলী হোসেন, অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, এসকে সাদী, রেজাউল করিম মুকুট, অ্যাড. শামীম রেজা ডালিম, সহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, মজিবুল হক মালিক মজু, আবু জাফর সিদ্দীক, নাজমুস সালেহীন লিটন, শরিফ উর জামান সিজার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।