দর্শনায় দামুড়হুদা ও জীবননগর এলাকার অবৈধযান চালকদের বিক্ষোভ

পুলিশি হয়রানি বন্ধের দাবিতে এমপি বাসভবনে সামনে অবস্থান

দর্শনা অফিস: শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান নসিমন, করিমন, আলমসাধু প্রধান সড়কে চলাচল বন্ধের জন্য বাস, ট্রাক ও পরিবহন মালিক সমিতির দায়েরকৃত আদালতে মামলার রায় হয়েছে সম্প্রতি। হাইকোর্ট ওই সকল অবৈধ পরিবহন চলাচল বন্ধকরণের আদেশ দেন। সেই মোতাবেক চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কে পুলিশ প্রশাসন অবৈধযান চলাচল বন্ধ করে দেয়। এতে বেকার হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে ওই সকল পরিবারের সদস্যদের। অবশেষে জীবিকা নির্বাহের জন্য ওই সকল যান চলাচলের নিষেধাজ্ঞা শিথিলকরণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে তারা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার নসিমন, করিমন ও আলমসাধু চালকরা সমবেত হয় দর্শনা বাসস্ট্যান্ডে। সেখানে তারা সংক্ষিপ্ত আলোচনাসভা করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সহকারে বিক্ষোভকারীরা হাজির হয় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনের সামনে। সেখানে নসিমন, করিমন ও আলমসাধু চালকদের নির্বাচিত কমিটি একতা সমিতির পক্ষ থেকে দাবিনামা পেশ করা হয় এমপি টগরের কাছে। উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশে এমপি টগর বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে সুরাহা করার চেষ্টা করবো।