ঝিনাইদহ অফিস: আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলাদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে জেলা মহিলাদলের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক আয়েশা খাতুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, মহিলা দলের নেত্রী অধ্যক্ষ লিজি বেগম, ফারহানা রেজা আঞ্জু, পলি খাতুন, শাম্মী আক্তার, আকলিমা খাতুন, আনোয়ারা বেগম বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন করে সরকার স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছে। দমনপীড়ন করে আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না।