ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের শষ্যবীজ উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, উপজেলা সহকারী কৃষি অফিসার খন্দকার মনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইনতেফা কো. সেলস টেরিটরি অফিসার মনিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক শিকদার, শহিদুল ইসলাম, অহিদ হোসেন ও মোস্তাফিজ।