দর্শনা অফিস: না; কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে দর্শনা রেলইয়ার্ডে লুটপাট। ইয়ার্ডে হরিলুট ঠেকাতে পুলিশ-বিজিবি মাঠে নেমেও হিমশিম খাচ্ছে। লুটেরাদের নির্মূল করতে পুলিশ-বিজিবি অভিনব কৌশল অবলম্বন করেও হচ্ছে না কোনো সুরাহা। দিনরাত অবিরাম ঘটছে লুটপাটের ঘটনা। প্রায় প্রতিদিনই লুটকৃত মালামাল উদ্ধার করছে বিজিবি-পুলিশ। এরকমই লুটপাটের মাত্র দু বস্তা মালামাল উদ্ধার করলো দর্শনা আইসি পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাদিউজ্জামান হাদি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা রেলবাজার-বাসস্ট্যান্ড সড়কে। পুলিশ দর্শনা প্রেসক্লাবের সামনের সড়কে লুটেরাদের ধাওয়া করলে ভুট্টা ফেলে পালিয়ে যায় লুটেরাচক্রের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে ২ বস্তা ভুট্টা উদ্ধার করতে পারলেও লুটেরাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি।