এলাকার উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীদের বিজয়ী করুন
জীবননগর ব্যুরো: গতকাল সোমবার জীবননগর উপজেলা আওয়ামী লীগের নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলীয় প্রার্থীদের সার্বিক অবস্থান ভালো। তাদের এ অবস্থানকে ধরে রাখতে উপজেলার ৭টি ইউনিটকে তিনি সফলভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়নে দলীয় প্রার্থীদের নির্বাচিত করুন তাহলে সার্বিক সহযোগিতা করা হবে।
জীবননগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা সভাপতির বক্তব্যে বলেন, দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে প্রত্যেকটি ইউনিট স্ব স্ব এলাকায় কাজ করবে। এর বাইরে সে যদি সময় পায় তাহলে এসে প্রার্থীর সাথে গণসংযোগ করবে। সভায় জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মীর মাহতাব আলী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্তার, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন ফরজ, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জসিমউদ্দিন জালাল ও সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারেজউদ্দিন, শওকত আলী প্রমুখ।
সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা সুলতানা লাকি। প্রার্থীরা তাদের বক্তব্যে বিজয় ছিনিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দোয়া কামনা করেন।