ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৯টি মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ২ হাজার ৯’শ টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন আনোয়ার সাদাত। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী আব্দুল লতিফসহ একদল পুলিশ সদস্য।