মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবল লিগে জনতা ক্লাব ও শহীদ রফিক স্মৃতি সংঘ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবললিগ প্রতিযোগিতার তৃতীয় দিনে গতকাল রোববার মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাব ও মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

দিনের প্রথম খেলায় পিরোজপুর জনতা ক্লাব ৬-১ গোলে মেহেরপুর ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। পিরোজপুর জন ক্লাবের আশরাফুল একাই ৬ গোল করে। ব্রাদার্স ইউনিয়নের সাকিব একমাত্র গোলটি করেন। দিনের অপর খেলায় মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘ ৪-২ গোলে মেহেরপুর একতা সংঘ ক্রীড়াচত্রুকে পরাজিত করে। রফিক স্মৃতি সংঘের সবুজ ৩টি ও রকি ১টি গোল করেন। একতা সংঘ ক্রীড়াচক্রের পক্ষে আরিফ ও সাইফুল ১টি করে গোল করেন।