স্টাফ রিপোর্টার: ফের কোরাম সঙ্কটে পড়েছে সংসদের চলতি অধিবেশন। দশম সংসদের শুরু থেকেই প্রায় প্রতিটি কার্যদিবসেই কোরাম সঙ্কটের কারণে অধিবেশন শুরু হতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। প্রায় প্রতিটি কার্যদিবসের শুরুতে অথবা মাগরিবের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু করতেই দেখা দিচ্ছে কোরাম সঙ্কট। কার্য উপদেষ্টা কমিটির সিন্ধান্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন প্রতিদিন বিকেল ৫টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে ২০ থেকে ২৫ মিনিট পরে। দু দিন বিরতির পর রোববার সংসদের ১৮তম কার্যদিবস শুরু হয় বিকেল ৫টা ১৮ মিনিটে।