ফেনসিডিল ও মদ উদ্ধার : দুজনের বিরুদ্ধে মামলা

দর্শনা নিমতলা বিজিবির মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে জয়নগর থেকে উদ্ধার করেছেন ভারতীয় মদ ও ফেনসিডিল। দুজনের বিরুদ্ধে থানায় দায়ের করেছেন মামলা। গতকাল রোববার সকাল ৮টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগরে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, জয়নগর নদীর ধারে দু মাদককারবারীকে ধাওয়া করলে তারা ফেনসিডিল ও মদ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০ বোতল ভারতীয় থ্রিএক্স রাম মদ ও ২৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার তোতা মিয়া বাদী হয়ে গতকালই পালিয়ে যাওয়া জয়নগরের তাজ উদ্দিন মোল্লার ছেলে বাছের ও একই মহল্লার আব্দুল গফুরের ছেলে মহিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হাবিলদার তোতা মিয়া বলেছেন, মহিদুল ও বাছের এলাকার চিহ্নিত মাদককারবারী। তাদের আটকের জন্য খোঁজা হচ্ছে।

Leave a comment