দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় চৌরাস্তা মনির চেয়ারম্যানের অফিসে সামনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়ার সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দর্শনা পৌর বিএনপির সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দীন খোকন, দামুড়হুদা যুবদল আহ্বায়ক এসএম মাহাবুবুর রহমান বাচ্চু, আনিছুর জামান, সাইফুল ইসলাম, কাপার্সডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আসরাফ আলী, সাধারণ সম্পাদক সামসুল আলম, রহিদুল ইসলাম প্রমুখ।