জীবননগর ব্যুরো: বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার বিভিন্ন ক্যাম্প কর্তৃক আটক বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের উপস্থিতিতে গতকাল রোববার দুপুরে জীবননগর-জিন্নানগর সড়কের শাপলাকলি মাধ্যমিক স্কুলের সামনে মহাসড়কে বুলডেজার দিয়ে ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজা ধ্বংস করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি।
মাদকদ্রব্য ধ্বংসকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান, জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, ইউএনও সাজেদুর রহমান, পৌরমেয়র নোয়াব আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লাকিয়া খানম, ওসি শিকদার মশিউর রহমান, পৌর সচিব গাজী মো. আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু, ধোপাখালী কোম্পানি কমান্ডার খোরশেদ আলম ও কুশুমপুর কোম্পানি কমান্ডার শহীদ সরোয়ার্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ ৯৭ হাজার ৩২৫ টাকা বলে বিজিবিসূত্রে জানা গেছে।