এ এলাকায় সবসময় যেকোনো ফসল ফলানো সম্ভব
আলমডাঙ্গা ব্যুরো: ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার আলমডাঙ্গায় কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৪ উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ৩ দিনব্যাপি অনুষ্ঠিতব্য ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, এ এলাকায় সব সময়ই কোনো না কোনো ফসল ফলানো সম্ভব। তার জন্য দরকার আধুনিক প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেয়া। মুজিবনগর কৃষি সমন্বিত প্রকল্প শুধু ধান উৎপাদনের জন্য নয়, সার ব্যবহার, বীজের সম্পর্ক, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ সম্পর্ক। এটা একটা সমন্বিত প্রচেষ্টা। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে যদি ন্যায্যমূল্য না পায়, তাহলে তারা ফসল উৎপাদনে আগ্রহ হারাবে। স্বাধীনতার সময় দেশে ৭ কোটি মানুষেরও খাদ্যের ঘাটতি ছিলো। কিন্তু এখন কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ১৬ কোটি মানুষের চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ হরিবুলা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ গোলাম মারুফ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প মনিটরিং অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান। উপসহকারী কৃষি অফিসার আহসানুল হক শাহিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, উপজেলা কৃষক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশাদুল হক, ক্যাশিয়ার আরশাদ আলী, কৃষক মোশারেফ হোসেন, রজব আলী, এরেং আলী, তৌফিক খান, বিসিআইসি ডিলার আব্দুর বারি, ওয়াদুদ আলী, জনির উদ্দীন প্রমুখ।