স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোয়ালমারী ও জয়রামপুর এলাকা থেকে আব্দুল মজিদ (৪৫) ও বাবু (২৭) নামে তালিকাভুক্ত দু সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাতে তাদেরকে আটক করা হয়। রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার বোয়ালমারী গ্রামের মুসাব শেখের ছেলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল মজিদ ও জয়রামপুর গ্রামের তক্কেলের ছেলে বাবুকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মজিদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণ মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।