মুজিবনগরে ইটভাটায় হামলার প্রধান আসামি চরমপন্থি ইজারুলকে মেহেরপুরে গণধোলাই : পুলিশে সোপর্দ

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে শফিকুল ইসলামের ইটভাটায় হামলা মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী ইজারুল হোসেনকে (৪৩) গণধোলাই দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর শহরের চৌধুরী ভবনের পাশের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ইজারুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার ভবনন্দপুর গ্রামের ইসলাম আলীর ছেলে ইজারুল হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত বলে পরিচিতি। আত্মগোপনে থেকে সে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। গতকাল বিকেলে কোমরপুর গ্রামের সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় গ্রামের মানুষ তাকে ধাওয়া করে। দ্রুত পালাতে গেলে এলাকার কিছু মানুষ মোটরসাইকেলযোগে তার পিছু নেয়। এক পর্যায়ে মেহেরপুর শহরের চৌধুরী ভবনের সামনে গিয়ে ইজারুলের মোটরসাইকেল বিকল হয়ে পড়ে। মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী একটি আমবাগানে আত্মগোপন করে। কিন্তু ধাওয়াকারীরা তাকে ধরতে সক্ষম হয়। শুরু হয় গণপিটুনি। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুজিবনগর থানার এসআই আনিছুর রহমান জানান, ইজারুল সন্ত্রাসী ও ডাকাত হিসেবে এলাকায় চিহ্নিত। চাঁদার দাবিতে গত ৩ মার্চ মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার ইটভাটায় হামলা চালিয়ে সাত শ্রমিককে মারধর এবং ট্রাক্টর ও অফিস কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ওই ঘটনায় শফিকুল ইসলাম মোল্লার দায়ের করা মামলার প্রধান আসামি ইজারুল। তাই তাকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।