নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

 

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির ফেডারেল রোড সেফটি কমিশনের (এফআরএসসি) প্রাদেশিক কমিশনার পুইস বাগোহেলেপেং জানান, রিজুয়া-কোনতাগোয়া সড়কে একটি ট্রেইলার ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে  ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, রাস্তাঘাটের দুরবস্থা, অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাইয়ের পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।