দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আয়োজনে নির্বাচনে বিএনপির একক প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের কর্মীসভায় সভাপত্বিত করেন উপজেলা ছাত্রদলের নেতা মাহফুজুর রহমান মিল্টন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, যুবদলের সভাপতি উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা জাহান পারুল। বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ আলম তাজ, ছাত্রদলের কর্মী আরিফ, শওকত, জনি, জনি-২, ইজাজুল, সাইদুর, সবুজ প্রমুখ। বক্তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী চেয়ারম্যান পদে লিয়াকত আলী শাহ (ঘোড়া) প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রদে সালমা জাহান পারুল (হাঁস) প্রতীকে বিজয়ী জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম আরিফ।