দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছেন ভারতীয় মদ ও ফেনসিডিল। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগরের উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা মাদককারবারীদের ধাওয়া করলে তারা মদ ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ১২০ বোতল ভারতীয় থ্রি এক্স রাম মদ ও ৫০ বোতল ফেনসিডিল।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক মমতাজ উদ্দিন ও ল্যান্সনায়েক রাসেল সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের জয়নগর নদীর ধার থেকে উদ্ধার করেছেন ৮৩ বোতল ফেনসিডিল।