মেহেরপুরে চাঁদা না দেয়ায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিককে পিটিয়েছে বায়েজিদ নামের এক চাঁদাবাজ

 

মেহেরপুর অফিস: চাঁদা না দেয়ায় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিটুর ওপর হামলা চালিয়েছে বায়েজিদ (৩০) নামের এক চাঁদাবাজ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়ায় কাজ শেষে শহরে ফেরার পথে পণ্ডেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। টিটুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বায়েজিদ পণ্ডের ঘাটপাড়ার সবুর আলীর ছেলে।

সাংবাদিক টিটু জানিয়েছেন, বামনপাড়া থেকে শহরে ফেরার পথে পণ্ডের ঘাট এলাকায় বায়েজিদের নেতৃত্বে কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে মসজিদের নামে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সে টিটুকে কাঠের বাটাম দিয়ে মারধর শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে মেহেরপুর সদর থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন টিটু। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, বায়েজিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেহেরপুর জেলার সাংবাদিকমহল দোষীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।