চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিপণনকারীদের আল্টিমেটাম স্থগিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তেলপাম্পগুলোয় আহূত ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ থেকে অনির্দিষ্টকালের যে ধর্মঘট আহ্বান করা হয়েছিলো তা গতকাল স্থগিত করা হয়। দামুড়হুদার কার্পাসডাঙ্গাস্থ এমএম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল মালেকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গা জেলার সকল জ্বালানি তেল উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।

সংগঠনের সভাপতি আশাবুল হক আশা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির নেতৃবৃন্দের সাথে খুলনা ডিআইজি আলোচনা করেন। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়। গতকাল শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটস এজেন্ট, পেট্রোলপাম্প ওনার্স ও ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশন এক সভায় এ সিদ্ধান্ত নেয়।