কালীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেটে তার নিজ বাড়ির সামনে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত রেজাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনির উদ্দীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা রেজা রাতে বাইরে থেকে ফিরে বাড়ির সামনে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা করে কুপিয়ে জখম করে। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।