আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল শনিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, চুয়াডাঙ্গা একাডেমীর সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক সালেহীন কবীর। ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক খলিলুর রহমান।