দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোকতার হোসেন জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার মুজিব-উল ফেরদৌসের কার্যালয়ে গতকাল শুক্রবার ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে আলী আকবর (টেলিফোন), রেজওয়ানুল হক রেজু (মোটরসাইকেল), শহিদ সরকার মঙ্গল (দোয়াতকলম), মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা (আনারস), শরিফুল কবীর স্বপন (কাপপিরিচ), ফিরোজ আল মামুন (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম নান্নু (উড়োজাহাজ), মাহবুবুর রহমান (বৈদ্যুতিক বাতি), দেলোয়ার হোসেন (তালা), ফারুক আহমেদ (টিউবয়েল), মঈন উদ্দীন মোহন (চশমা) ও আব্দুল জলিল (টিয়াপাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম ফজিলাতুন্নেছা (বৈদ্যুতিক পাখা), মাহমুদা খাতুন চামেলী (ফুটবল), রেকসানা আলম (হাঁস) ও ইকফাত কবিরাজ জলি (কলস) প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।