দর্শনা অফিস: দর্শনা-জীবননগর মহাসড়কের রশিক শাহর মাজারের সামনে ইজিবাইকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক। মাইক্রোবাস নিয়ে সটকে পড়েছেন চালক। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে যাত্রীভর্তি করে জীবননগরের উদ্দেশে যাচ্ছিলেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের জমির উদ্দিন। রশিক শাহর মাজারের সামনে পৌঁছুলে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগলে যাত্রীসহ উল্টে যায় ইজিবাইক। এতে মারাত্মক আহত হয়েছেন ইজিবাইকচালক জমির (৩৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার আকুলের স্ত্রী হাজেরা (৪৫), আলীম উদ্দিনের স্ত্রী সালেহা (৩০), ফরজ আলীর ছেলে আশরাফুলসহ (৩২) ৫ জন। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে সটকে পড়েছেন চালক। পথচারীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে।