ঝিনাইদহ অফিস: বাউল সম্রাট লালন শাহ এবং তার গুরু সিরাজ সাঁইয়ের জন্মস্থান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের নির্বাচন চতুর্থ দফায় আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উৎসবমূখর পরিবেশে গতকাল শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী বিএনপির সমর্থিত প্রার্থী হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ মোটরসাইকেল প্রতীক, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিউল ইসলাম আনারস প্রতীক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন দোয়াতকলম প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম শিলু চশমা প্রতীক, জামায়াত সমর্থিত রেজাউল ইসলাম টিউবওয়েল প্রতীক, স্বতন্ত্রপ্রার্থী আবুল হাসান তালা প্রতীক ও মো. আমিরুজ্জামান চৌধুরী উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। বিএনপি সমর্থিত সেলিনা খাতুন কলস প্রতীক, আওয়ামী লীগ সমর্থিত মাহমুদা আক্তার কেয়া ফুটবল প্রতীক ও স্বতন্ত্রপ্রার্থী মোছা. নাছিমা আক্তার মায়া হাঁস প্রতীক পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা পুরোদমে শুরু করেছেন প্রচারণা। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শহরের চেয়ে গ্রামাঞ্চলে বেশি। পাড়া-মহল্লায়, হাট-বাজার ও সড়কের মোড়ের চা-স্টলগুলো নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভোটাররা হিসাব মেলাতে পারছে না। সকলের একই প্রশ্ন কে হবেন হরিণাকুণ্ডুর চতুর্থ উপজেলা চেয়ারম্যান?