হরিণাকুন্ডু উপজেলা নির্বাচনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম টানু মল্লিক এবং আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ মারুফ, রাফেদুল হক এবং হবিবর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে ১৯ দলীয় জোটের বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আনিসুর রহমান এবং জামায়াতের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান জানান মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যন পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে থাকছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিউল ইসলাম এবং ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়বেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ মজিদ। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল ইসলাম শিলু এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন আমিরুজ্জামান পলাশ চৌধূরী। ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত নেতা মাও. রেজাউল ইসলামের নাম ঘোষণা করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মাস্টার ভাইস চেয়ারম্যান পদে লড়াই চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী যুব মহিলালীগ নেত্রী মাহমুদা আক্তার কেয়া এবং বিএনপি সমর্থিত একক প্রার্থী হিসেবে সেলিনা আক্তার লড়াই করবেন। এছাড়া এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাসিমা আক্তার প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণসংযোগ অব্যাহত রেখেছেন। আগামী ২৩ মার্চ হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।