গাংনী প্রতিনিধি: সেলিনা আখতার বানু আওয়ামী লীগের (জাতীয় সংসদ নির্বাচন-২০১৪) সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়েছেন। গত বুধবার রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এ সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। সেলিনা আখতার বানু মেহেরপুর-২ গাংনীর সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সাবেক এমপি মহাম্মদপুর গ্রামের নুরুল হকের মেয়ে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। স্বামী কবির হোসেন সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার। স্বামীর গ্রামের বাড়ি ছাতিয়ানে। বর্তমানে মেহেরপুর শহরের বাসিন্দা। গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন সেলিনা আখতার বানুকে অভিনন্দন জানিয়েছেন।