মশার কয়েলের আগুনে কৃষক পরিবার সর্বস্বান্ত

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে গত বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বাড়ির সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। সেইসাথে অগ্নিদগ্ধ হয়েছেন সিদ্দিক মিয়া (৪০) ও তার স্ত্রী উনজিলা খাতুন (৩৭)। মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন গৃহকর্তা।

জানা গেছে, রামদেবপুর গ্রামের মৃত ভিকু মিয়ার ছেলে সিদ্দিক মিয়া পরিবার পরিজন নিয়ে রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে হঠাত গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা সারাবাড়ি ছড়িয়ে পড়ে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের দুটি গরু ও বাড়ির সমস্ত মালামাল ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে অগ্নিদদ্ধ হন সিদ্দিক ও তার স্ত্রী উনজিলা। স্থানীয়রা রাতেই তাদের দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অগ্নিকাণ্ডে সব হারিয়ে তিন ছেলে নিয়ে ওই কৃষক দম্পতি এখন দিশেহারা।