মেহেরপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের অপসারণ দাবিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হোটেলবাজার মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। মিছিলে অংশ নেন শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

উল্লেখ্য, মেহেরপুরে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের কর্মী মূল্যায়ন সমাবেশে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের অপসারণ দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়।