স্টাফ রিপোর্টার: বন্দরে অপহরণের ৪০ দিন পর মিলল রফিকুল ইসলাম ইমন (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রের লাশ। বৃহস্পতিবার সকালে বন্দরের কামতাল এলাকার একটি ডোবা থেকে ইমনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বন্দরের ধামগড় ইউপির কামতাল মালিভিটা গ্রামের দুবাই প্রবাসী নুরু ওরফে নূরা মিয়ার ছেলে ইমনকে অপহরণ করা হয়।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রফিকুল ইসলাম ইমনকে ২৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ৫ দিন পর অপহৃত ইমনের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে ইমনের চাচা পিয়ার হোসেন, ফুফাতো বোন সাহার বানু, বোনের জামাই জসিমউদ্দিন, চাচাতো ভাই নুর আলম ও মাসুমকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেন। এ মামলায় ইমনের চাচা পিয়ার হোসেন ও ফুফাতো বোন সাহার বানুকে গ্রেফতার করা হয়। কিন্তু কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। এরপর ইমনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা মোবাইল ট্যাকিং করে বুধবার রাতে বন্দরের কামতাল এলাকা থেকে আলআমিন, একই এলাকার সাহিদুর ও শাহজাহান আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকালে বন্দরের কামতাল মালিভিটা এলাকার একটি ডোবা থেকে ইমনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।