ভারতীয় দু নাগরিকের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ : বিজিবির হাতে আটক : পতাকা বৈঠকে ফেরত

দর্শনা অফিস: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে দু ভারতীয় নাগরিককে আটক করেছে দর্শনা নিমতলা বিজিবি। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার বানপুর গ্রামের পূর্ণদুর্লভের ছেলে বুদ্ধিশ্বর দুর্লভ (৩৭) ও একই গ্রামের নরি মণ্ডলের ছেলে সৃষ্টি মণ্ডল (৪৫) দর্শনা জয়নগর সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে সীমান্তের টহল দলের হাতে গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে দর্শনা শামসুল ইসলাম সড়কে বুদ্ধিশ্বর ও সৃষ্টি মণ্ডলকে আটক করা হয়। ভারতীয় দু নাগরিককে ফেরতের জন্য গেদে বিএসএফ দর্শনা বিজিবিকে আহ্বান জানায়। এ আহ্বানে সাড়া দিয়ে গতকালই বিকেল ৪টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৫ নং মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিজিবির হাতে আটককৃত দু ভারতীয় নাগরিককে বিএসএফ’র হাতে তুলে দেয়া হয়। বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন- দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আউয়াল হোসেন, নিমতলা ক্যাম্প হাবিলদার তোতা মিয়া, গেদে বিএসএফ কোম্পানি কমান্ডার বিবি সিং প্রমুখ।