মাথাভাঙ্গা মনিটর: নেইমারের হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। আগামী বিশ্বকাপের স্বাগতিকরা এ নিয়ে টানা সাত ম্যাচ জিতলো। জোহানেসবার্গের সকার সিটিতে ২০০২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন অস্কার। হাল্কের পাস থেকে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত গোলরক্ষক উইলিয়ামসের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন চেলসির এ মিডফিল্ডার। ১৯ মিনিট পর নেইমারেরও একই ধরনের প্রচেষ্টা অবশ্য রুখে দেন উইলিয়ামস। তবে ৪১তম মিনিটে বাঁদিক থেকে জোরালো শটে নিজের প্রথম গোলটি ঠিকই আদায় করে নেন বার্সেলোনার ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড।