চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচনে বিভিন্ন প্রার্থীর গণসংযোগ

 

মোমিনপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল কাউনাইন টিলু গণসংযোগ করেছেন। গতকাল বৃহষ্পতিবার দিনভর উপজেলার খাদিমপুর ইউনিয়নের মোট ১৪টি গ্রামে গণসংযোগ করেন। টিলুর এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতায় নেমে উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত উৎসাহ পেয়ে প্রতিদিন দিনভর ছুটছেন এ গ্রাম থেকে অন্য গ্রামে। চেয়ারম্যান প্রার্থী টিলু গতকাল বেলা ৩টার দিকে খাদিমপুর ইউনিয়নের প্রথমে কান্তপুর মাজহাদ গ্রাম দিয়ে গণসংযোগ শুরু করেন। পাঁচকমলাপুর, আলিয়াটনগর, রামচন্দ্রপুর, শিবপুর, বটিয়াপাড়া, শিয়ালমারীসহ অন্যান্য গ্রাম হয়ে খাদিমপুর গ্রামো সন্ধা রাতে গণসংযোগ করেন।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান দামুড়হুদা বাজারে গণসংযোগ করেন। সকালে দামুড়হুদা বাজারের প্রতিটি দোকান ঘুরে গণসংযোগ করেন। উপজেলা তৃণমূল  জনগোষ্ঠীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবনগনর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু মো. আ. লতিফ অমল গত বুধবার সকালে জীবননগর পৌরসভার ৮ নং ওয়ার্ড বাঁকা আঁশতলাপাড়ায় উঠান বৈঠকসহ রায়পুর ইউনিয়নের রায়পুর, পুরন্দরপুর, চাকলা, কাটাপোল, মাধবপুর ও হাসাদাহে  গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় দোয়া কামনা ও ভোটপ্রার্থনা করেন।

দর্শনা অফিস জানিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী লিয়াকত আলী শাহর পক্ষে দলের নেতাকর্মীরা নির্বাচনীসভা ও গণসংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার মেমনগর হাইস্কুল, পরানপুর ও মোবারকপাড়ায় পৃথক নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ’র ঘোড়া প্রতীকের পক্ষে ভোট চান।