খবর:(স্বামীর ঘর ছেড়ে বউ পালিয়েছে গয়নাগাটি হাতিয়ে নিয়ে)
বছর পাঁচেক আচ্ছা রকম
ঘর বিছানা জ্বালিয়েছে,
অবশেষে স্বামী ছেড়ে
বউ হারামি পালিয়েছে।
পয়সা কড়ি গয়নাগাটি
খুব গোপনে হাতিয়েছে,
কার সাথে সে মনে মনে
রসের পিরিত পাতিয়েছে।
পাঁচটা বছর স্বামীর ওপর
খড়গ ফেলে শাসিয়েছে,
কোন ছোড়াকে পটিয়ে ফের
নতুন করে ফাঁসিয়েছে।
-আহাদ আলী মোল্লা