জীবননগর ব্যুরো: আসন্ন জীবননগর উপজেলা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকৃতরা হচ্ছেন- মো. আশরাফুল ইসলাম (বিএনপি), আবুল কালাম আজাদ (বিএনপি) ও সোহরাব হোসেন বিশ্বাস (আ.লীগ)। ভাইস চেয়ারম্যান পদে আনিছুর রহমান শিপলু (বিএনপি) ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস আক্তার (জামায়াত)। এছাড়া বিসিআইসি সার ডিলারশিপ থাকার কারণে মনোনয়নপত্র বাছাইকালে বাতিলকৃত আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান হাইকোর্টে রির্টের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আগামী ২৩ মার্চ এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।