জীবননগর ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস, ৪৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তা পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম ও জাতীয় দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তা জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতিসভায় জীবননগর থানার ওসি শিকদার মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, কাজী বদরুদ্দোজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, অধ্যক্ষ নিজামউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার নিজামউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাত্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকীবিল্লাহ, আকলিমা প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষ রিজিয়া খাতুন রেখা, নিলুফা ইয়াসমিন রাণীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সারাদেশের সাথে একসাথে সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করে গিনেজ ওর্য়াল্ড বুকে নাম লেখাতে আগামী ২৬ মার্চ জীবননগর উপজেলাবাসীকে বেলা ১১টার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত হয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান।