আলমডাঙ্গার নতিডাঙ্গায় মাদরাসার নতুন বিল্ডিং নির্মাণে এক লাখ টাকা চাঁদা দাবি


মোমিনপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা উত্তরপাড়া বেসরকারি দাখিল মাদরাসার নতুন বিল্ডিং নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। ৬০ লাখ টাকার এ কাজ পেয়েছেন চুয়াডাঙ্গার ঠিকাদার ইয়াকুব হোসেন মালিক। এলাকাসূত্রে জানা গেছে, নতিডাঙ্গা উত্তরপাড়া দাখিল মাদরাসার ৪ তলা ভবনের নির্মাণের কাজ ঠিকাদার ইয়াকুব হোসেনের মালিকের হয়ে রবিউল ইসলাম দেখাশোনা করছেন। গতপরশু রাত ৯টার দিকে একদল চাঁদাবাজ বিল্ডিং নির্মাণের দায়িত্বে থাকা রবিউল ইসলামকে বলে, এক লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হবে এবং মেরে ফেলার হুমকি দেয়। চাঁদাবাজির ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল ঠিকাদার ইয়াকুব হোসেন মালিক গ্রামের অনেককে জানিয়ে দেন প্রয়োজনে কাজ বন্ধ করে দেবো, তবুও চাঁদাবাজদের কোনো চাঁদা দিতে পারবো না। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসায় চাঁদা দাবির ঘটনাটি এলাকাবাসীকে হতবাক করেছে।

অপরদিকে নতিডাঙ্গা গ্রামে একাধিকসূত্রে জানা গেছে, নতিডাঙ্গা গ্রামের হাসিবুল ইসলামের ডানপিঠে ছেলে জাহাঙ্গীর মাদরাসায় গিয়ে রবিউল ইসলামের কাছে এ টাকা দাবি করে। জাহাঙ্গীর হুমকি দিয়ে রবিউলকে বলেছে নির্ধারিত সময়ের মধ্যে চাঁদার টাকা না দিলে বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হবে। জাহাঙ্গীরের চাঁদা চাওয়ার বিষয়টি এখন গ্রামের প্রতিটি মানুষ জানলেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।