আলমডাঙ্গায় মেয়র ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শহীদ আব্দুল হাই বল্টু স্মৃতি সংঘকে হারিয়ে শহীদ আশু টগর নান্নু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কাজী আলী আজগর সাচ্চুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন থানা ক্রীড়া সম্পাদক খন্দকার টুটুল, পৌর কাউন্সিলর দীনেশ কুমার, মনোয়ারা বেগম ও পৌরসভার সকল কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল, শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না সেকারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। উন্নত জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।